অনলাইন ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সিরিয়া থেকে তার দেশের সব সেনা প্রত্যাহার করতে চান এবং এ বিষয়ে একটি সিদ্ধান্তে উপনীত হতে চান। কিন্তু পূর্বের মত থেকে ফিরে ট্রাম্প জানান, যদি সৌদি আরব চায় তাহলে মার্কিনিরা সিরিয়ায় থাকবে তবে খরচ তাদেরকেই সৌদি আরবকে পরিশোধ করতে হবে।
ট্রাম্প আরও বলেন, আমরা চাই আমাদের সেনারা দেশে ফিরে আসুক। কিন্তু সৌদি আরব এ সিদ্ধান্তের কারণে চিন্তিত। এজন্য আমি তাদের বলেছি, তোমরা যদি চাও তবে অর্থায়ন তোমাদেরই করতে হবে।
মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমাদের মূল লক্ষ্য হলো সিরিয়া থেকে আইএস মূলৎপাটন করা। আমরা এই মিশনের সমাপ্তিতে উপনীত হয়েছি। এ বিষয়ে অন্যদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব।
উল্লেখ্য, এরআগে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছিলেন, সিরিয়ায় ইরানের কর্তৃত্ব দমানোর জন্য মার্কিন সেনাদের উপস্থিতি জরুরী। সূত্র : আল-আরাবিয়া