আইয়ুববাচ্চুর পরিবারের আপত্তি, ‘এলআরবি’ নামটি আর কেউ ব্যবহারকরতে পারবেনা
এলআরবির প্রধান প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুববাচ্চুর পরিবারের সদস্যদের আপত্তির কারণে এরই মধ্যে ব্যান্ডের নাম পরিবর্তন করা হয়েছে।ব্যান্ডটির নতুন নাম‘ বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’।এই ব্যান্ডের অন্যতম সদস্য মাসুদ বলেছেন, ‘এলআরবির প্রাণ পুরুষ আইয়ুববাচ্চুর প্রতিপূর্ণশ্রদ্ধা আর সম্মান রেখে তাঁর স্মৃতিকে অম্লানরাখতে, আমাদের সবার প্রিয় ব্যান্ডকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নিয়েছেন, এর পর স্বাভাবিক ভাবে আরেকটি প্রশ্ন সামনে এসেছে—আইয়ুববাচ্চু আরএলআরবির গান গাইতে পারবে বালামঅ্যান্ডদ্যলিগ্যাসি?
সাবেক এলআরবি আর বর্তমান বালাম অ্যান্ড দ্য লিগ্যাসির ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, আমরা অবশ্যই গাইতে পারব।স্টেজে(আইয়ুববাচ্চু) আরএলআরবির গান গাওয়ার ব্যাপারে কোনো বাধা থাকতে পারেন।আশাকরছি, পরিবার এক্ষেত্রে ততটানির্দয় আচরণ করবেনা।আরএলআরবির গান গুলোকে বাঁচিয়ে রাখার জন্য চর্চার কোনো বিকল্পনেই।আরএই চর্চার এক মাত্র স্থান স্টেজ।’