চট্টগ্রামসহ আশপাশের এলাকায় ৪ দশমিক ৭ রিখটার স্কেলের মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
চট্টগ্রাম প্রধান আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জল কান্তি পাল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের সিসমিক পর্যবেক্ষণ কেন্দ্র আগারগাঁও থেকে ৩২৮ কিলোমিটার পূর্ব- দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমারের খাখায় এলাকায় ভূকম্পনটির উৎপত্তি ঘটে। এটি ৪ দশমিক ৭ মাত্রায় আঘাত হানে।’
এদিকে ভূমিকম্পের কারণে চট্টগ্রামের কোথায়ও কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘ভূমিকম্পের পর আমরা খোঁজ নিয়েছি৷ এখন পর্যন্ত কোথায়ও কোনও দুর্ঘটনার খবর পাইনি।’
বার্তা বিভাগ প্রধান