Home » পহেলা বৈশাখে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

পহেলা বৈশাখে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। শনিবার দিনের সকালে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কেটে যায়, অনুভূত হয় ভ্যাপসা গরম। বিকেলের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হয় ঝড়-বৃষ্টি।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, নববর্ষের দিনে বেশিরভাগ জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দুপুরের পর অনেক জায়গায় বিশেষ করে দেশের পশ্চিম অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং ঢাকাতেও বিকেল বা সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, এদিন সকালের দিকে একটু মেঘলা আকাশ থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কেটেও যাবে। তাই বিকেল পর্যন্ত ভ্যাপসা গরম থাকতে পারে ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *