Home » ফেনীতে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

ফেনীতে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

ফেনীর দাগনভূঁঞা উপজেলায় ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে খুন করেছে জনতা। এ সময় আরো একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলেছেন দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ পাঠান ।হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ তাদের শনাক্ত করার চেষ্টা করছে। আজ শনিবার সকালে ওসি আরো বলেন,

‘গতকাল রাত সাড়ে ৩টার দিকে ডাকাতদল আলীপুর গ্রামের হেদায়েতুল্লাহ ম্যানেজার বাড়িতে হানা দেয়। লোকজন টের পেয়ে ডাকাতদলকে তাড়া দেয়। তখন তারা চারজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।’‘গুরুতর আহত অবস্থায় আজ সকালে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন’, যোগ করেন ওসি।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু তাহের বলেন, গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজন মারা গেছেন এবং একজন চিকিৎসাধীন আছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *