এক সময়ের আলোচিত ও দর্শকপ্রিয় অভিনেতা চিত্রনায়ক রুবেল। নিজে হিরো হলেও চলচ্চিত্র নিয়ে আগ্রহী নয় তার একমাত্র ছেলে নিলয় পারভেজ। বিদেশে লেখা পড়া শেষ করেছেন তিনি। আর এবার ধুমধাম আয়োজনে হলো তার বিয়ে।
একমাত্র ছেলের বিয়ে, তাই চিত্রনায়ক রুবেলের উচ্ছ্বাসও সবার চেয়ে বেশি। তাইতো ছেলের বিয়ে উপলক্ষ্যে বেশ ফুর্তি মেজাজে ঢাকাই চলচ্চিত্রের এই অ্যাকশন হিরো!
পারিবারিক সূত্রের খবর, গত মঙ্গলবার ঢাকার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানাসহ পরিবারের ঘনিষ্টরা। রুবেলের পুত্রবধূ মরক্কোর সুন্দরী জাইনাব আইতোখাই। জাইনাব পড়াশোনা করেছেন ফিজিওথেরাপিতে।
তবে ছেলের বিয়ে উপলক্ষে রুবেলের উদ্দাম নাচ নজর কেড়েছে সবার। তাও নাচের সেই ভিডিওটি নিজের ফেসবুকেও পোস্ট করেছেন তিনি। ভিডিওটিতে পোস্ট করে রুবেল লিখেছেন, নিলয়ের বিয়েতে মাস্তি!
নির্বাহী সম্পাদক