Home » চেনা অচেনা,জোভান-মৌরীর

চেনা অচেনা,জোভান-মৌরীর

ইমরাউল রাফাত পরিচালিত নতুন নাটক ‘চেনা অচেনা’। নাটকে জুটি বেঁধেছেন জোভান ও মৌরী সেলিম।এ ছাড়া অভিনয় করেছেন টুটুল চৌধুরী, সাগর হুদা প্রমুখ। নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘নাটকটি ভালোবাসার ও পারিবারিক গল্পের। আশা করছি, সবার ভালো লাগবে।’আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।

‘চেনা অচেনা’র গল্পে দেখা যাবে, রেহান একটা করপোরেট অফিসে চাকরি করে। বাবা, মা ও রেহান এই তাদের সংসার। কিছুদিন ধরে রেহানের সম্পর্ক চলছে ইশা নামের একটা মেয়ের সঙ্গে। ওদের মধ্যে ছোটখাটো বিষয়ে প্রায়ই ঝগড়া লেগেই থাকে। কিছুদিন পর রেহানের সহকারী হিসেবে তার অফিসে যোগ দেয় এক মেয়ে। তার নাম লাবণী। বয়সে রেহানের চেয়ে দুই-তিন বছরের বড়। লাবণী শিক্ষিত, বুদ্ধিমতী ও কর্মঠ। কিছুদিন আগে তার ডিভোর্স হয়েছে স্বামী রাশেদের সঙ্গে। রাশেদ রীতিমতো একজন সাইকো। সইতে না পেরে ছেড়ে এসেও শান্তি পায় না লাবণী। এগিয়ে আসে রেহান। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *