Home » সিলেট আর্ন্তজাতিক বাণিজ্য মেলার সময় বর্ধিত

সিলেট আর্ন্তজাতিক বাণিজ্য মেলার সময় বর্ধিত

সিলেট :: সময় বর্ধিত করা হয়েছে ৫ম সিলেট আর্ন্তজাতিক বাণিজ্য মেলার। গতকাল বুধবার বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের মন্ত্রী টিপু মুনশি মেলার মেয়াদ বৃদ্ধির আবেদনে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শফিউল আলম চৌধূরী নাদেল। তিনি আরো জানান, মেলার মেয়াদ বৃদ্ধির অনুমোদনপত্র ইস্যুর তারিখ ও প্রাপ্তির পর থেকে ৭ দিনের জন্য মেলার মেয়াদ বর্ধিত করা হয়েছে। এর আগে গত ৮ এপ্রিল থেকে বাণিজ্য মন্ত্রনালয়ের এক আদেশে মেলার কার্যক্রম বন্ধ রাখা হয়।

শফিউল আলম চৌধূরী নাদেল আরো জানান, মেলার মেয়াদ বৃদ্ধির আদেশ হওয়ায় মেলা সর্ম্পকৃত পূর্বের সমূহ আদেশ বাতিল করা হয়েছে। বাণিজ্য মন্ত্রনালয় থেকে সময় বৃদ্ধির আদেশ খুব তাড়াতাড়ি সংশ্লিষ্ট সকল কার্যালয়ে প্রের করা হবে। মেলা কর্তৃপক্ষ জানান, মেলার মেয়াদ বৃদ্ধির জন্য গত রবিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের বাণিজ্য মন্ত্রী, সচিব, উপ-সচিব, সিলেটের জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আফজাল রশিদ চৌধুরী।

দরখাস্তে উল্লেখ করা হয়, বিগত ০৯মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, সিলেট সফর উপলক্ষে বাণিজ্যমেলা মাঠ প্রাঙ্গন প্রায় ৭০% অসম্পূর্ণ অবস্থায় মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় মেলা মাঠ প্রাঙ্গন প্রায় খালি ছিল মন্ত্রী মহোদয় প্রত্যক্ষ করেছেন। বিগত ১৮মার্চ সিলেট সদর উপজেলা ও আশপাশে সকল উপজেলা নির্বাচন ছিল, ফলে স্থানীয় প্রশাসনের নির্বাচনী কার্যক্রমে ব্যস্ততার কারনে ২৭মার্চ ২০১৯ তারিখ হতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিন মোতায়েন করা হয়।

ফলে মেলার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয় ২৭মার্চের পর। ১,২ ও ৩রা এপ্রিল কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক বিপর্যয় এবং পবিত্র শবে মেরাজ এর কারনে প্রায় ৩দিন মেলার কার্যক্রম বন্দ ছিল। যেহেতু একটি বাণিজ্যমেলা পরিচালনা করা অত্যন্ত ব্যায়বহুল কাজ। তাই মেলায় অংশগ্রহণকারী সকল দেশী বিদেশী প্রতিষ্ঠান সমুহ সিলেট মেট্রোপলিটন চেম্বারের আমন্ত্রনে সাড়া দিয়ে তাদের পণ্য সামগ্রী নিয়ে এসেছে। আর মেলায় আগত ব্যবসায়ীদের সাথে মাসব্যাপী মেলা কার্যক্রম পরিচালনা করার জন্য চেম্বার আর্থিক চুক্তি হয়। এ অবস্থায় চলমান মাসব্যাপী পুর্ণাঙ্গ মেলার কার্যক্রম বন্দ করে দিলে মেলায় আগত দেশী ও বিদেশী ব্যবসায়ীরা বিশাল আকারের আর্থিক ক্ষতির সম্মুখিন হবে এব চেম্বার প্রায় ৩/৪ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এবং সুনাম ক্ষুন্ন হবে। তাই উপযুক্ত বিষয় সমুহের আলােকে,ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির দিক এবং চেম্বারের সুনাম ও আর্থিক ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে মানবিক কারনে চলমান ৫ম সিলেট আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৯ইং এর মেলা বন্দের আদেশ পরিবর্তন করে আগামী ০৪ মে ২০১৯খ্রি: তারিখ পর্যন্ত মেলার কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় অনুমতি এবং সার্বিক সহযোগীতার জন্য অনুরোধ করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *