তোমার হাতটা ভীষণ প্রসারিত
পা-টা ভীষণ দ্রুত
কাঁধটা ভীষণ চওড়া
বুকটা ভীষণ বড়
আর হৃদয়টা – আকাশের মতো সুবিশাল।।
তা – না হলে এই দুই হাতে পৃথিবীর সকল ঝড়ঝঞ্চা সরিয়ে
বুকের মধ্যে কীভাবে আমাদের আগলে রাখতে?
রাজ্যের সকল ভার দু’কাঁধে নিয়ে
দ্রুত পায়ে কীভাবে এগুতো?
তোমার সুবিশাল হৃদয়ের
ছায়ায় থাকলে মনে হতো
পৃথিবীর সকল নির্ভরতা তোমার মাঝে।।
পৃথিবীর কোন উত্তাপ আমাদের ছুঁতে পারে নি।
মনে হতো বিশাল বটগাছের ছায়ায় আছি।।
তোমার স্নেহপূর্ণ ডাক
আমাদের সকল কষ্ট ভুলিয়ে দেয়।
সে ডাক বারবার শুনতে ইচ্ছে হয় বাবা।।
হিমালয় সমান কষ্ট নিয়ে তুমি ঘরে ফিরলেও
আমাদের বুঝতে দাওনি
তোমার বুকের চাপা কান্না।।
জন্মের পর তোমাকে কখনো দেখিনি
এক নিমিষের জন্যও বিশ্রাম নিতে।।
আজ যখন দেখলাম
তুমি বিশ্রাম নিচ্ছ
তখন
তুমি শায়িত হলে চির নিদ্রায়।
গভীর ঘুমে।।
স্বর্গে ভালো থেকো বাবা।।
লেখক ও সমাজকর্মী
০৫/০৪/২০১৯ খ্রিঃ
নির্বাহী সম্পাদক