Home » বনানীর অগ্নিকাণ্ডে আহত ফায়ারম্যান সোহেল রানা মারা গেছেন

বনানীর অগ্নিকাণ্ডে আহত ফায়ারম্যান সোহেল রানা মারা গেছেন

বনানীর এফআর টাওয়ারে দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার সকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।গত শুক্রবার ফায়ারম্যান রানাকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। তিনি কুর্মিটোলা ফায়ার স্টেশনে ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত ও ৭০ জন আহত হয়। ২৩ তলা এফআর টাওয়ারে আটকা পড়া মানুষদের ল্যাডারের মাধ্যমে নামাচ্ছিলেন রানা। কিন্তু বাস্কেট বেশি উঠে যাওয়ায় আহতদের নামানো যাচ্ছিল না। সোহেল রানা তখন মই বেয়ে নামতে যান। কিন্তু ওই অবস্থায়ই মই চলতে শুরু করলে রানার ডান পা আটকে গিয়ে কয়েক জায়গায় ভেঙে যায়। সেফটি বেল্টের চাপে পেটের একটা অংশও থেঁতলে যায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *