Home » শিক্ষার মান উন্নয়নে অনুকূল পরিবেশ বজায় রাখা প্রয়োজন : শিক্ষামন্ত্রী ড. দিপু মনি

শিক্ষার মান উন্নয়নে অনুকূল পরিবেশ বজায় রাখা প্রয়োজন : শিক্ষামন্ত্রী ড. দিপু মনি

শিক্ষামন্ত্রী ড. দিপু মনি বলেছেন, রক্ত দিয়ে কেনা স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সকলে মিলে একসাথে দেশের জন্য কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশের সুসম্পর্কের ইতিহাসকে ধারণ করে। আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক জ্ঞান-বিজ্ঞান চর্চার দ্বার আরও প্রসারিত হবে। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা প্রয়োজন। সে লক্ষ্যে মাদক, সন্ত্রাস প্রতিরোধ করে জ্ঞানবিজ্ঞানের চর্চার সুযোগ বাড়াতে সকলকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি শনিবার (৬ এপ্রিল) সকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এ্যাপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি’র ডিন প্রফেসর ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, শাবিপ্রবির উপাচার্য প্রফেসর মো. ফরিদ উদ্দিন আহমদ, ভারতের গৌহাটি ইউনিভার্সিটির উপাচার্য ড. মৃদুল হাজারিকা, মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য মাহবুবুল হক।

বক্তারা বলেন, এমন কনভেনশনের মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির বিনিময় আরও সমৃদ্ধ হবে।বাংলাদেশ প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন ভারতের বিভিন্ন অঞ্চলের পনেরোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একজন আচার্য ও বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *