Home » অভিনেত্রী থেকে ভারতের গুগল প্রধান

অভিনেত্রী থেকে ভারতের গুগল প্রধান

পাপা ক্যাহতে হ্যায় ছবিতে যুগল হংসরাজের নায়িকা হয়েছিলেন ময়ূরী কঙ্গো। গত শতকের নব্বইয়ের দশকের শেষে ‘ঘর সে নিকালতে হি’ গানটিতে তাকে খুব পছন্দ করেছিলেন বলিউডপ্রেমীরা। কিন্তু হুট করে ২০০০ সালের পর অভিনয় ছেড়ে দেন তিনি। ২০০৩ সালের ডিসেম্বর মাসে আদিত্য ধিলো নামের এক ভারতীয়কে বিয়ে করেন ময়ূরী। তারপর স্বামীর সঙ্গে পাড়িজমান নিউইয়র্কে। সেখানে বিপণন ও অর্থায়ন নিয়ে এমবিএ করেন তিনি। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত নিউইয়র্কের বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

মা হওয়ার সময় আবার ফেরেন ভারতের নয়াদিল্লির গুরগাঁয়ে। সম্প্রতি আবার ভারতে ফিরেছেন ময়ূরী। তবে অভিনেত্রী হিসেবে নয়, ভারতের গুগল ইন্ডাস্ট্রির প্রধান হিসেবে।

টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে ময়ূরী বলেন, ‘নতুন কোনো ক্লায়েন্টের সঙ্গে পরিচিত হলেই তাদের চোখ কপালে উঠত। তারা বলতেন, ‘আপনি এই লাইনে কীভাবে এলেন!’ প্রতিবারই নতুন ক্লায়েন্টদের কাছে নিজেকে প্রমাণ করতে হতো। আমাকে যেন তারা স্বাভাবিকভাবে গ্রহণ করেন, এ জন্য যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *