রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল চালানোর সময় ঘটা দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। ওই দুজনের একজন মোটরসাইকেল চালাচ্ছিল, অন্যজন পেছনে বসা ছিল।আজ শুক্রবার বিকেল ৩টায় খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ওই দুর্ঘটনা ঘটে।নিহতদের একজনের নাম আবদুল্লাহ আল নোমান এবং অন্যজনের নাম তাজ উদ্দিন হোসেন তুহিন। নোমান ঢাকা ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণি এবং তুহিন কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। মোটরসাইকেলটি চালাচ্ছিল নবম শ্রেণির ছাত্র নোমান।নিহত দুজনেরই বাসা সবুজবাগ ওহাব কলোনিতে। নোমানের বাবার নাম মোহাম্মদ শেখ আহমেদ মজিদ। তুহিনের বাবার নাম মো. তোফাজ্জল হোসেন।সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন জানান, ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তারা। এতে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এসআই হেদায়েত আরো জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
প্রতিনিধি