Home » বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ড কাপের শিরোপা

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ড কাপের শিরোপা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ স্কুল ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে যথাক্রমে সিলেটের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ময়মনসিংহের পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে বালক ও বালিকা দুই বিভাগেই ১-০ গোলে জিতেছে দুই দল।

বালক বিভাগে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়ে একমাত্র গোলটি করে সালমান আহমেদ। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয় নীলফামারির দক্ষিণ কানিয়ালখাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনিসুল ইসলাম সুর্য।আর বালিকা বিভাগে পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে একমাত্র গোলটি করে জান্নাতুল মাওয়া। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের লিভা আখতার। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতাও হয় সে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং পরে পুরস্কার বিতরণ করেন।বালক বিভাগে চ্যাম্পিয়ন হরিপুর স্কুল তিন লাখ এবং রানার্সআপ দক্ষিণ কানিয়ালখাটা স্কুল দুই লাখ টাকার অর্থ পুরস্কার পায়। বালিকা বিভাগেও সমান অর্থ পুরস্কার দেওয়া হয়।প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আকরাম আল হোসেইন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *