৫ম সিলেট আর্ন্তজাতিক বাণিজ্য মেলা কতৃপক্ষের আয়োজনে পবিত্র শবে মেরাজ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বাদ আছর সিলেট নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে বাণিজ্য মেলার মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সদস্য ও মেলার প্রধান সম্নয়ক এম এ মঈন খান বাবলূ, মেট্রোপলিটন চেম্বারের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, মেলা কমিটির ম্যানেজার হাজী আব্দুল হক প্রমূখ। মিলাদ দোয়া মাহফিলে মোনাজাত করেন মেলার মসজিদের ইমাম।
উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্টির আয়োজনে ৫ম আর্ন্তজাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের পর গত ২৩ মার্চ মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে চালুম হয় আর্ন্তজাতিক বাণিজ্য মেলার কার্যক্রম। বুধবার পবিত্র শবে মেরাজে মেলার লটারির ড্র ও কার্যক্রম বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হবে বাণিজ্য মেলার কার্যক্রম।-বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক