Home » সিলেট জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক প্রভাষক ছয়ফুল আমীন

সিলেট জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক প্রভাষক ছয়ফুল আমীন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ সিলেট জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক ছয়ফুল আমীন। স্কাউট আন্দোলন সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালনের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষকও নির্বাচিত হন তিনি। এ ব্যাপারে রোভার স্কাউট সিলেট জেলা সম্পাদক অধ্যাপক মোবাশ্বির আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন।
স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়নে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ২০১৭ সালে বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়। তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ফকিরেরগাঁও এর আলহাজ্ব মশরফ আলী ও আলহাজ্ব কমরুন নেছা এর তৃতীয় পুত্র। ব্যাক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তিনি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক। প্রভাষক ছয়ফুল আমীন তার এ সাফল্যে রোভার স্কাউট সিলেট জেলা সম্পাদক অধ্যাপক মোবাশ্বির আলী, নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম. এ. মইজ, সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এদিকে সিলেট জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রোভার স্কাউট সিলেট জেলার কোষাধ্যক্ষ অধ্যাপক বিপুল দত্ত, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জ্যোতিষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক এম. এ. মতিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *