সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক ছাত্র ও রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ সাইফুর রহমানকে হত্যার প্রতিবাদে এবং নৃশংস এই হত্যাকাণ্ডের মূল-হোতাসহ জড়িত সকল দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) দুপুর ১ টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনটি করা হয়। এতে কলেজের সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সদা হাস্যোজ্জল বিনয়ী একজন মানুষ ছিলেন সাইফুর। কখনও কারো সাথে ঝগড়া বিবাদে জড়াতে দেখা যায় নি তাকে। এমন একজন শান্ত প্রকৃতির মানুষের জীবনের এই বিভীষিকা কিছুতেই মেনে নেওয়া যাবে না। সাইফুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে এসময় অনেককেই আবেগ-আপ্লুত হতে দেখা যায়। বক্তারা বলেন, সাইফুরের হত্যাকারী ঘাতকদের অতিদ্রুত চিহ্নিত করে ফাঁসি দিতে হবে। নয় তো কঠোর আন্দোলনে গড়ে তুলা হবে বলে তারা হুশিয়ারি করেন ।
প্রতিনিধি