Home » আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষা, সিলেটের ৭৬ হাজার পরীক্ষার্থী

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষা, সিলেটের ৭৬ হাজার পরীক্ষার্থী

আজ সোমবার (১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সোমবার সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের ৭৬ হাজার ৬৯৮ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।সিলেট শিক্ষা বোর্ড সুত্রে জানা গেছে- এবার সিলেটের চার জেলায় মোট ৭৬ হাজার ৬৯৮ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ছেলে ৩৪ হাজার ৮৪১ জন ও মেয়ে ৪১ হাজার ৮৫৭ জন। গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১ হাজার ৫৬৩ জন।সিলেট বিভাগের ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবছর সিলেট বোর্ডে মোট কেন্দ্র ৮০টি।বিভাগের সিলেট জেলায় এবছর পরীক্ষার্থী সংখ্যা ৩১ হাজার ১৪৮ জন, হবিগঞ্জে ১৫ হাজার ২০ জন, মৌলভীবাজার জেলায় ১৫ হাজার ৯৯৬ এবং সুনামগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ১৪ হাজার ৫৩৪ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *