সিলেট মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. সাইফুর রহমানের (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমার তেলিরাই নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সাইফুর রহমান গোয়াইনঘাট উপজেলার ফলতইল সগাম গ্রামের মো. ইউসুব আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর টিলাগড় জমিদারবাড়ির একটি মেসে থাকতেন। সাইফুর রহমান মদন মোহন কলেজ ছাড়াও গোয়াইনঘাটের তোয়াকুল কলেজেও শিক্ষকতা করতেন। জানা যায়, গত শনিবার সকাল ১১টার দিকে মেস থেকে বের হন সাইফুর রহমান।

রাতে তিনি আর বাসায় ফিরেননি। তার খোঁজ না পেয়ে রাতেই তার আত্মীয়রা শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি করেন। রবিবার সকালে দক্ষিণ সুরমার তেলিরাই এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিনিধি