Home » বাণিজ্য মেলায় ১৬তম দিনে র‌্যাফেল ‘ড্র’ এর বিজয়ী যারা

বাণিজ্য মেলায় ১৬তম দিনে র‌্যাফেল ‘ড্র’ এর বিজয়ী যারা

সিলেটে ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৬ম দিনের র‌্যাফেল ‘ড্র’ অনুষ্টিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে দশটায় এ র‌্যাফেল ‘ড্র’ অনুষ্ঠিত হয়। মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের প্রবেশ টিকেটের উপর প্রতিদিনই এ ‘ড্র’ হয়। ১৬ম দিনে মোটর সাইকেল, স্বর্ণের চেইন, ওয়াশিন মেশিন, কানের দুল, ফ্রিজ, এলইডি টেলিভিশন, মাইক্রোওভেন সহ ছিল ৪৯টি আর্কষনীয় পুরস্কার।
১৬ম দিনের ‘ড্র’তে বিজয়ীরা হলেন- ১ম খ-১২৫৩৭৩, ২য় গ-২৩৫৭৫৫, ৩য় খ-২৪১৫২৫, ৪র্থ গ-২১১৭৫৭, ৫ম ঘ-২৩২২৮০, ৬ষ্ট ক-২৪৭৯৭৩, ৭ম খ-২১৭৪২৬, ৮ম গ-২৩৭০৫০, ৯ম ঙ-২০১৭১৭, ১০ম ঙ-২২৯৪৯৩, পরবর্তী সিরিয়াল গুলো যথাক্রমে- খ-২৪২৫৭৫, ঘ-২০৬৭৪৪, গ-২৩৯১০৮, ঘ-২৩৪৪১৮, খ-২১৬৭৪০, ঘ-১৩৫৩০৮, খ-২৪০৯৫৪, ঙ-২২৯১৪৩, গ-২৩৫২৫১, ঘ-২৩৪৪৫৩, ঘ-২৩৩৫৫৫, গ-২৩৭৬১২, ঘ-২৩০০৫৭, ঙ-২২৬৭৪৯, ঙ-২২৫৯৩৮, গ-২৩৭৬১১, ঘ-২৩২৫৯১, খ-২৪২৬২৪, ঙ-২২৬৮৬১, খ-২৪৩৯৯৫, ক-২২৪৪৫৪, গ-২৩৫১৬৪, ঘ-২৩০১৫১, গ-২১২৭৬৫, ঙ-১৪১৩৪৬, ক-২২০৯৭৩, ঙ-২২৮১৩১, গ-২৩৭২৪২, গ-২৩৫৬২২, ক-২৪৬৮২১, গ-২৩৯১১৭, গ-২১১৫৪১, খ-২৪৪১৮৯, ক-২৪৫০৪৮, গ-২৩৮২৭৮, গ-২১১৭৫৪, ক-২৪৭৮১৯, গ-২৩৬৬৯৭, ক-২৪৫০১১।
র‌্যাফেল ‘ড্র’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক ইলিয়াছুর রহমান, মেট্রোপলিটন চেম্বারের সদস্য ও মেলার প্রধান সমন্বয়ক এম এ মঈন খান বাবলু, সচিব মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ ।
নগরীর শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপী মেলা আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি। মেলায় প্রবেশ টিকেটের মূল্য রাখা হয়েছে ২০ টাকা আর টিকেটের উপর রয়েছে প্রতিদিনই র‌্যাফেল ‘ড্র’।
উল্লেখ্য: মেলায় র‌্যাফেল ‘ড্র’ তে বিজয়ীরা তাদের পুরস্কার মেলার অফিস চলাকালীন সময়ে অফিস থেকে সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *