এক দশক আগে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন আলাদা হয়ে গেলেও ভক্তরা এখনো তাঁদের জাদুকরি রসায়ন দেখার জন্য উন্মুখ। চার বছর আগে এ যুগল ইমতিয়াজ আলির ‘তামাশা’ ছবিতে জুটি বেঁধেছিলেন। পর্দার সেই রোমান্স নজর কেড়েছিল সিনেপ্রেমীদের। ভক্তরা চাইছেন, সাবেক এ যুগল ফের জুটি বাঁধুন।একটি শীর্ষ দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক লাভ রঞ্জনের আগামী ছবিতে জুটি বাঁধবেন রণবীর ও দীপিকা। এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকশন-থ্রিলারধর্মী ওই ছবিটির কাজ চলতি বছরের শেষের দিকে শুরু হবে। এর মধ্যেই রণবীর, অজয় ও দীপিকা তাঁদের প্রতিশ্রুত কাজগুলো শেষ করবেন।সূত্র বলছে, নিজের প্রথম প্রযোজনা ‘ছপাক’ নিয়ে এখন বেশ ব্যস্ত দীপিকা পাড়ুকোন। রাজধানী দিল্লিতে চলছে এ ছবির শুটিং। অজয়ের ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র’-এর কাজ শেষের পথে। আর রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘শমসেরা’র কাজও চলছে।
চলতি বছরের শেষের দিকে এই ছবির কাজ শুরু হবে, তখন তাঁরা তাঁদের চলমান প্রতিশ্রুতি শেষ করে ফেলবেন, বলে ওই সূত্র।কিছুদিন আগে দীপিকা পাড়ুকোনের স্বামী রণবীর সিংকে গণমাধ্যমকর্মীরা জিজ্ঞেস করেছিলেন, সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তাঁর স্ত্রী কাজ করলে নিরাপত্তাহীনতায় ভুগবেন কি না। উত্তরে ‘গাল্লি বয়’ তারকা বলেন, ‘সত্যি কি আমাকে দেখতে নিরাপত্তাহীন মানুষ মনে হয়? আমি আদৌ ওই টাইপের নই। আমি জানি, আমার চাইতে কেউ বেশি ওকে ভালোবাসতে পারবে না।’বিচ্ছেদ হলেও রণবীর ও দীপিকা বেশ ভালো বন্ধু। ২০১৩ সালে একসঙ্গে তাঁরা অয়ন মুখার্জির ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ২০১৫ সালে ইমতিয়াজ আলির ‘তামাশা’ ছবিতে কাজ করেন। সম্প্রতি তাঁদের একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করতেও দেখা গেছে। সূত্র : ইন্ডিয়া টুডে