সিলেট নগরীর মীরের ময়দানস্থ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সামন থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (সন্ধ্যায়) মো. রাহিম আহমদ ওরফে রাব্বী নামের ঐ যুবককে আটক করা হয়। সে এসএমপি’র কোতোয়ালী মডেল থানার শেখপাড়ার বাসিন্দা জীবন আহমদের ছেলে।
রাব্বীর তথ্য মতে পুলিশ সূত্র জানায়, রাব্বি ও তার সহযোগীরা নগরীর বিভিন্ন এলাকায় নানাভাবে অপরাধ সংঘটিত করে থাকে। তাছাড়া তার সঙ্গীয় মো. রাহিম আহমদ ওরফে রাব্বী (১৬), বাঘবাড়ির অভি (১৮), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকার জাহিদ (১৮) ও সাগরদিঘীরপাড়ের রায়হান (১৮) তারা বিভক্তভাবে নগরীর বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধ করে থাকে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ রাব্বীকে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সামনে থেকে আটক করে।
এ ব্যাপারে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আমিন জানান, রাব্বী ও তার সহযোগীরা মিলে অপর একটি পক্ষের দুই ছেলের মোবাইল ও টাকা পয়সা নিয়ে নেয়। পরে সেগুলো আবার ফেরত দেওয়া হয়েছে। তবে রাব্বীকে জিজ্ঞাসাবাদে সে একেক সময় একেক ধরণের কথা বলছে। আর তার অন্য সহযোগীদের নামও বলেছে। তাই প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা গ্রুপিং এর কারণে হয়েছে। তাই এ ব্যাপারে উর্ধ্বতনও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।