Home » ২৪ ঘণ্টায় ৬ কাশ্মীরিকে হত্যা করল ভারতীয় বাহিনী

২৪ ঘণ্টায় ৬ কাশ্মীরিকে হত্যা করল ভারতীয় বাহিনী

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শোপিয়ান, কুপওয়ারা ও বুদগাম এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ছয় কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। তাদের দাবি নিহতরা জঙ্গি দলের সদস্য। এদের মধ্যে দুজন জইশ-ই-মোহাম্মদের সদস্য।ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বুদগামের পারিগামে অভিযানে নামেন সেনা সদস্যরা। তাদের কাছে খবর আসে- ওই গ্রামে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে। এর পর সিআরপিএফ-সেনার যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে।

সেনাদের দাবি, অভিযান চলাকালীন জঙ্গিরা একটি বাড়ির ভেতর থেকে যৌথবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পরে পাল্টা জবাব দেন সেনা সদস্যরা।এতে দুপক্ষের গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হন। এতে পাঁচ জওয়ানও আহত হয়েছেন বলে খবরে জানানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে মার্কিন স্নাইপার, অ্যাসল্ট রাইফেলসহ প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়।সেনাবাহিনী দাবি করছে, নিহত দুই জঙ্গি জইশ গোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে একজন বিদেশি।এর আগে বৃহস্পতিবার শোপিয়ানের ইয়রান জঙ্গলে অভিযান চালানোর সময় সেনাদের গুলিতে দুজন নিহত হন। ওই দিনই কুপওয়ারায় আরও একটি অভিযানে দুজনকে হত্যা করে সেনাবাহিনী। তাদের দাবি- নিহতরা জঙ্গি দলের সদস্য।সূত্র:
 যুগান্তর

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *