Home » পাকিস্তানে ফের হামলা চালাতে পারে ভারত

পাকিস্তানে ফের হামলা চালাতে পারে ভারত

ভারতের লোকসভা নির্বাচনে আগে ফের নিজ দেশে হামলার আশঙ্কা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কার কথা জানান।দৈনিক ডন জানায়, ইমরান খান বলেন, ‘আগামী মাসে ভারতের সাধারণ নির্বাচন হওয়ার আগে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাতে পারে ভারত। হামলা করে নির্বাচনে ফায়দা লুটার চেষ্টা করতে পারে ভারতের রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থা শিথিল করা চলবে না। পাকিস্তানকে আরও সতর্ক থাকতে হবে।’

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে কয়েক দফা হামলা-পাল্টাহামলা হয়েছে। পাকিস্তানের বালাকোটে ঢুকে বিমান হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান ভারতের দুটি বিমান বিধ্বস্ত করে। আটক করা হয় মিগ-২১ বিমানের পাইলট অভিনন্দনকে। পরে শান্তির বার্তা হিসেবে তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়।ইমরান বলেন, ‘নির্বাচনের আগে মোদির সরকার কোনো ফায়দা তুলতে পাকিস্তানে হামলা চালাতে পারে। হুমকি এখনও কেটে যায়নি। ভারতের নির্বাচনের আগপর্যন্ত পরিস্থিতি উত্তেজনার মধ্যে থাকবে। ভারতের পক্ষ থেকে যে কোনো ধরনের আগ্রাসন রুখে দিতে আমরা প্রস্তুত রয়েছি।’এদিকে বালাকোটে অভিযানের পর ভারতের বিরুদ্ধে হামলা চালাতে এফ-১৬ নয়, জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছে পাকিস্তান।সুত্র: যুগান্তর

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *