২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ৭০৭ এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বেলা ২টায় দক্ষিণ সুরমা ভার্থখলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, সহ-সভাপতি মানিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মানুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা জিলু মিয়া, বিয়ানীবাজার উপ-পরিষদের সভাপতি লুতফুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য চুনু মিয়া, শাহজাহান মিয়া, কুনু মিয়া, ফরিদ মিয়া, কয়ছর মিয়া, মাসুক মিয়া, রাজা আহমদ রাজা, সালুটিকর-আম্বরখানা উপ-কমিটির সভাপতি আবুল খান, সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সম্পাদক মোস্তাক খান, হুমায়ুন রশিদ চত্ত্বর উপ-কমিটির মানিক খান, শাহী ঈদগাহ উপ-কমিটির সম্পাদক এম বর্কত আলী, সদস্য তিতাস খান, অফিস সহকারী আসকর আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজ মহান ২৬ মার্চ। বাঙালির শৃৃঙ্খল মুক্তির দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ। ১৯৭১ সালের এদিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন আজ।
এসময় নেতৃবৃন্দ মরহুম শ্রমিক নেতা শামসুল হক সমসু স্মৃতি চারণ করে বলেন, শ্রমিক নেতা শামসুল হক ছিলেন একজন শ্রমিক বান্ধব নেতা। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক