মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হলিচাইল্ড স্কুল এন্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার স্কুল প্রাঙ্গনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়।
হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল হান্নানের সভাপতিত্বে ও এম. ডি সামছুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের প্রধান উপদেষ্টা ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খাঁন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলিচাইল্ড স্কুল এন্ড কলেজের উপদেষ্টা ও মহানগর আওয়ামী সেচ্ছাসেবক সহ-সভাপতি রানা শেখ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক শাহনুর, দিলোয়ার হোসেন, হলিচাইল্ড স্কুলের কোষাধক্ষ্য সুমন চৌধুরী, সহকারি শিক্ষকা ফারহানা বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারি শিক্ষক শোয়াইবুর রহমান।
নির্বাহী সম্পাদক