গণহত্যা দিবস উপলক্ষে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অধ্যক্ষ ছাইদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক অনুরাধা রায়ের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালিক। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই ২৫ মার্চ কালরাতে বাঙালী জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানানদার বাহিনীর কাপুরুষের মত তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকসা অনুযায়ী আন্দোলনরত বাঙালীদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাঙালী জাতি পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়েল্ডিংয়ের চীফ ইন্সট্রাক্টর বিশ্বজিৎ রায়, আ/এসির চীফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মো: সিদ্দিকুর রহমান, কার্পেন্ট্রির চীফ ইন্সট্রাক্টর প্রকোশলী মো: আজহারুল ইসলাম, গণিত ইন্সট্রাক্টর আব্দুল বারী সহ স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক