Home » সোমালিয়ায় জঙ্গি হামলায় মন্ত্রীসহ ১৫ জন নিহত

সোমালিয়ায় জঙ্গি হামলায় মন্ত্রীসহ ১৫ জন নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সরকারি ভবনে সেনা ও আল-শাবাব জঙ্গিদের মধ্যকার গোলাগুলিতে দেশটির উপমন্ত্রীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ২০ জন। নিহতদের মধ্যে পাঁচ জঙ্গিও রয়েছে।গতকাল শনিবার দেশটির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভবনে এই হামলার ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এই হামলায় নিহতদের মধ্যে দেশটির উপমন্ত্রী সাকার ইব্রাহিম আব্দালা ও পুলিশ সদস্যরা রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলার পর অস্ত্র হাতে মন্ত্রণালয় ভবনে ঢুকে পড়ে। এ সময় তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে জঙ্গিদের হত্যা করে ভবনটি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানায়, আল-শাবাব সোমালিয়ার অনেকগুলো অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তারা যেকোনো সময় আত্মঘাতী বোমা হামলাসহ বিস্ফোরক যন্ত্র, মর্টার ও অস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালানোর শক্তি অর্জন করেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *