সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিমের হত্যার বিচার চেয়ে প্রতিবাদে মুখর সিলেট নগরী। সিকৃবি’র সহস্রাধিক শিক্ষার্থী রবিবার (২৪ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সিলেট নগরের চৌহাট্টা পয়েন্ট অভিমুখে যাত্রা শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সড়কে পরিকল্পিতভাবে ওয়াসিম হত্যার বিচার, উদার পরিবহনের রুট পারমিট বাতিল, অদক্ষ চালক ও হেলপারের বাদ এবং সড়কে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলন করছেন।
প্রসঙ্গত, শনিবার (২৩ মার্চ) বিকেল ৫ টায় মৌলভীবাজারের শেরপুর বিশ্বরোডে উদার পরিবহনের একটি বাসের হেলপারের ধাক্কায় পড়ে গিয়ে চাকায় পৃষ্ট হয়ে প্রাণ হারান সিকৃবি চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম। তিনি বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ওই বাসের হেলপারকে আটক করেছে পুলিশ।