ডেস্ক নিউজ : বিনামূল্যে ২৫০ ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় এর মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করলো Life share. মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ২৮ মার্চ দোয়ারা বাজার উপজেলাধীন, দ্বিনেরটুক দারুল কোরআন আলীম মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনাতা কর্মসূচিরর মাধ্যেমে। উক্ত কর্মসূচিতে মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা ২৫০ এর অধিক ছাত্রছাত্রী এর নির্ণয় করা হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্টানের প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন ভাইস প্রিন্সিপাল মাওলানা ইউনুস আলী আজহারী, মাস্টার শহীদুল্লাহ, ও সাংবাদিক কছির আলী ও Life Share সভাপতি সহ সদস্যবৃন্দ। Life Share সদস্য বিশ্বাস করে লাখো শহিদের রক্তে কেনা এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক নিজের রক্তের গ্রুপ জানবে এবং যে কারো প্রয়োজনে এগিয়ে আসবে।
নির্বাহী সম্পাদক