উত্তর কোরিয়ার ওপর জারিকৃত সাম্প্রতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।টুইটে ট্রাম্প জানান, ‘আজ উত্তর কোরিয়ার ওপর মার্কিন ট্রেজারি বিভাগের নতুন করে অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করার আদেশ দেওয়া হয়েছিল। তবে আমি সেই অতিরিক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ য়েছি।’অবশ্য উত্তর কোরিয়ার কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ট্রাম্প। তবে ধারণা করা হচ্ছে, চীন ভিত্তিক দুটি শিপিং প্রতিষ্ঠানের বিষয়েই তার এ নির্দেশনা। কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে, এমন অভিযোগ মার্কিন প্রশাসনের।
এর আগে বৃহস্পতিবার চীনা দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স জানান, উত্তর কোরিয়ার ওপর সর্বশেষ নিষেধাজ্ঞাকে অপ্রয়োজনীয় ভাবছেন প্রেসিডেন্ট।গত ২৭ ফেব্রুয়ারি ভিয়েতনামের হ্যানয়ে ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-আনের মধ্যে বৈঠকটি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়ে যায়। সে সময় উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী, নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। পরে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘বিষয়টি ছিল নিষেধাজ্ঞা নিয়ে। তারা চাইছিল যে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞাটি পুরোপুরি তুলে নেওয়া হোক, যা আমরা করতে পারি না।’দুই দেশের দ্বিতীয় ওই ঐতিহাসিক বৈঠকের প্রায় এক মাস পর আচমকাই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প।
প্রতিনিধি