তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামীকাল রোববার ভোটগ্রহণ করা হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।এবার ১১৭ উপজেলায় ভোটগ্রহণ হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। গতকাল শুক্রবার মধ্যরাতে এসব উপজেলায় প্রচার শেষ হয়েছে।নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যদের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহল দিচ্ছে। এ ধাপের নির্বাচনে কয়েকটি উপজেলায় ইভিএম ও ট্যাব ব্যবহার করছে ইসি।
তৃতীয় ধাপে ১২৭ উপজেলার তফসিল হলে ছয়টি উপজেলার সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হবে না। ওই ছয় উপজেলা হলো- বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের ভেদরগঞ্জ, নরসিংদীর পলাশ এবং চট্টগ্রামের আনোয়ারা।এ ছাড়া তৃতীয় ধাপ থেকে কক্সবাজার সদর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে নিয়ে যাওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনায় কুতুবদিয়া এবং লোহাগাড়া উপজেলার ভোট স্থগিত রয়েছে।জাতীয় সংসদ ও অন্যান্য স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলেও প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপের ১০টি উপজেলায় ব্যবহার করা হচ্ছে।
প্রতিনিধি