আপনিও গাইতে পারেন কণ্ঠ খুলে ‘এসো হে বৈশাখ এসো এসো’। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও সুরের এই গানটি গেয়ে জিতে নিতে পারেন নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট।
আসছে পহেলা বৈশাখ উপলক্ষে ‘তোমার কণ্ঠে এসো হে বৈশাখ’ শিরোনামে এই প্রতিযোগিতার আয়োজন করেছে দােয়েল।
আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, যেকোনো বয়সের মানুষ খালি গলায় অথবা হালকা যন্ত্রসহ ‘এসো হে বৈশাখ’ গানটি গেয়ে ভিডিও পাঠাতে পারবেন
info.doeltv@gmail.com এই ঠিকানায়। ৭ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে গানের ভিডিও। সেরা দশজনের প্রত্যেকের জন্য থাকবে সার্টিফিকেট ও সম্মননা ক্রেস্ট।
এ ছাড়া রয়েছে সেরা তিনজনের জন্য রয়েছে নগদ অর্থ, স্পেশাল ফটোশুট ও ইন্টারভিউয়ের ব্যবস্থা। থাকবে নতুন করে তিনজনের গলায় গান রেকর্ডের সুযোগ।
প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্ত : যেকোনো বয়সের নারী পুরুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। , রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গানটি গেয়ে পাঠাতে হবে, মোবাইল ক্যামেরায় ধারণ করে প্রতিযোগীর গান গাওয়ার ভিডিওটি ই-মেইল করে পাঠাবেন, প্রতিযোগীর নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়স লিখে পাঠাতে হবে মেইলের সঙ্গে, গানটি খালি গলায় অথবা যেকোনো যন্ত্রের সঙ্গে গেয়ে পাঠাতে পারেন, শুধু ভয়েস বা অডিও পাঠানো যাবে না, ভিডিও বাধ্যতামূলক, বাংলাদেশের যেকোনো অঞ্চল থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
প্রতিযোগিতা সম্পর্কে জানতে +৮৮০২৫৮৮১৭২৩০, ০১৭৩১২৯৪০৮০, ০১৭৭৬৭৫২৭৮৪ এই নাম্বারে ফোন করতে পারেন।