সিলেট নগরীর জালালাবাদ থানাধীন লন্ডনী রোডে ‘বিয়ের প্রলোভনে’ এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। পুলিশ অভিযুক্ত বাবলুর রহমান বাবুলকে (৩২) গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার এসআই অমিত সাহা।ধর্ষণে অভিযুক্ত বাবুল লন্ডনী রোডের শহীদ ম্যানশনের বাসিন্দা। ওই এলাকায় একটি দোকান রয়েছে তার। অন্যদিকে ধর্ষিতা কিশোরী (১৪) লন্ডনী রোড এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করছে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে।এসআই অমিত সাহা জানান, গত রাতে মেয়েটির মা থানায় বাবলুর রহমান বাবুলর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ দেয়া হয়েছে। শুক্রবার সকালে বাবুলকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সুত্র: সিলেটভিউ
প্রতিনিধি