ইংল্যান্ড ব্যাটসম্যান উইল জ্যাকস ৩০ বলে ৮ চার ও ১১ ছক্কায় ১০৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। সেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র ২৫ বলে! হ্যা এটা রেকর্ড। কিন্তু আইসিসির স্বীকৃত না হওয়ায় এটি লিখা হবে না রেকর্ড বইয়ে। দুবাইয়ে কাল প্রাক- মৌসুম টি-টেন ম্যাচে আইসিসির একাডেমি মাঠে মুখোমুখি হয়েছিল দুই ইংলিশ কাউন্টি দল সারে ও ল্যাঙ্কাশায়ার। ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলা ইনিংসে ল্যাঙ্কাশায়ারের স্পিনার স্টিফেন প্যারির এক ওভারে মেরেছেন ছয় ছক্কা। সেই ওভারে এসেছে মোট ৩৭ রান। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার ‘মি.৩৬০ ডিগ্রি’ খ্যাত এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন এই প্রোটিয়া।
পেশাদার ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ক্রিস গেইলের। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটিং দানব। সারে ও ল্যাঙ্কাশায়ারের ম্যাচটি অফিশিয়াল নথিতে অন্তর্ভুক্ত হলে এটাই হতো দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আন্তর্জাতিক রেকর্ড খাতায় জ্যাকসের রেকর্ডটি না লিখা হলেও টি-টেন ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে তুলে নিলেন সেঞ্চুরি। সেঞ্চুরির পর জ্যাকস বলেন, ‘৯৮ রানের আগ পর্যন্ত সেঞ্চুরি নিয়ে ভাবিনি। সবকিছু দ্রুত হয়ে গেল।’
প্রতিনিধি