Home » উমরপুর ইউনিয়নের ৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

উমরপুর ইউনিয়নের ৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

উমরপুর ইউনিয়নের ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, ব্যগ, খাতা ও কলম বিতরণ করা হয়েছে। বুধবার মো. মিজান আহমদের পক্ষ থেকে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হামতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহ সিকন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬০জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস, ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী ফয়ছল আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমেদ, জয়নুল আহমেদ শিপু, আখতার মিয়া, মিলন আহমদ প্রমুখ।
শিক্ষা সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। পড়ালেখায় যথেষ্ট আগ্রহ, ইচ্ছা শক্তি ও বড় হওয়ার স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝড়ে পড়তে হয় অনেক মেধাবী শিক্ষার্থীদের। যার কারনে মেধাবী হওয়া সত্ত্বেও অকালে ঝড়ে পড়তে হয় মৌলিক অধিকার নামক শিক্ষা থেকে। বক্তারা বলেন, এ ধরনের কার্যক্রম প্রতি বছরই অব্যাহত থাকবে। সুবিধা বঞ্চিত এসব শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা একটি মহত গুণ। তাই সবাইকে এসব সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন। বিজ্ঞপ্তি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *