Home » বিয়েবাড়িতে মাংসে লবণ কম হওয়ায় সংঘর্ষ, আহত ২০

বিয়েবাড়িতে মাংসে লবণ কম হওয়ায় সংঘর্ষ, আহত ২০

মাঝে মাঝেই শোনা যায় বিয়েতে বর পক্ষ ও কনে পক্ষের মধ্যে ঝামেলা হয়। বাংলাদেশের প্রেক্ষিতে বেশির ভাগ সময় দেন মোহর নিয়ে ঝামেলা তৈরি হয়। কিন্তু এবারের ঘটনাটি ভিন্ন। বিয়ে বাড়িতে গরুর মাংসে লবণ কম হওয়া নিয়ে দুই পক্ষের মারামারিতে প্রায় ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার( ১৯ মার্চ) রাতে রংপুর সদর উপজেলা এই ঘটনা ঘটে।সেই সময় ঘটনাস্থলে উপস্থিত অনেকেই জানান, শনিবার( ১৬ মার্চ) দুপুর রংপুর সদরের হরিনারচর গুচ্ছ গ্রাম এলাকার বাসিন্দা হান্নান মৃধার ছেলে জান্নাতুল মৃধার সঙ্গে ওহিদ মিয়ার মেয়ে রিনা আক্তারের বিয়ে হয় । বিয়ের দিন বর পক্ষ এলে তাদের খেতে দিলে গরুর মাংসে লবণ কম হওয়ায় হাতাহাতির ঘটনা ঘটে।পরে মঙ্গলবার মেয়ে পক্ষ ছেলের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে গেলে সেখানে ছেলে আত্মীয় শাহ আলম ক্ষিপ্ত হয়ে মেয়ের পক্ষের আত্মীয় টিটুকে মারধর করে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ছেলে পক্ষের ১৪ জন ও মেয়ে পক্ষের ৬ জন আহত হয়।এলাকায় এই ঘটনা নিয়ে এখনোও উত্তেজনা বিরাজ করছে । তবে মাংসে লবণ কম হওয়ার কারণে সংঘর্ষ নিয়ে হাসাহাসি করেছেন অনেকেই।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *