Home » রাঙামাটি পাহাড়ে হত্যা কোন্দলের ফল, ভোটের সঙ্গে সম্পর্ক নেই : হানিফ

রাঙামাটি পাহাড়ে হত্যা কোন্দলের ফল, ভোটের সঙ্গে সম্পর্ক নেই : হানিফ

উপজেলা পরিষদের দ্বিতীয় দফায় নির্বাচনের দিন পার্বত্য জেলা রাঙামাটিতে সাত নির্বাচনী কর্মকর্তাকে হত্যার ঘটনার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, এটি পাহাড়ের বিভিন্ন গোষ্ঠীর অন্তর্কোন্দলের ফল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।আজ বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ এসব কথা বলেন।গত সোমবার রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের দায়িত্ব পালন শেষে ফেরার পথে ব্রাশফায়ারে আট নির্বাচনী কর্মকর্তাকে হত্যা করা হয়। এ ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা করা হয়।

মাহবুবউল হানিফ বলেন, ‘পার্বত্য রাঙামাটিতে সাতজন নিহতের ঘটনাটি পাহাড়ি বিভিন্ন গোষ্ঠীর অন্তর্কোন্দলের ফল। এর সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পাহাড়িদের অভ্যন্তরীণ কোন্দলকে যাঁরা নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলছেন, তাঁরা আসলে শান্তিপূর্ণ নির্বাচন দেখে হতাশ।’আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে দেশের প্রতিটি এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে দুটি ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে, এখন পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় নির্বাচন নিয়ে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।’

‘এর পরও যদি কোনো রাজনৈতিক দল বা কোনো দলের নেতা এই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন করে, তবে এসব প্রশ্নের মাধ্যমে প্রমাণ হয় তারা আসলে এই দেশকে অস্থিতিশীল এবং অশান্ত দেখতে পছন্দ করে, দেশের শান্তিপূর্ণ পরিবেশ তাদের পছন্দ নয়,’ যোগ করেন হানিফ।এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান হাজি রবিউল ইসলামসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *