Home » দারুণ কীর্তি গড়ে ইংল্যান্ড-পাকিস্তানের পাশে আফগানিস্তান

দারুণ কীর্তি গড়ে ইংল্যান্ড-পাকিস্তানের পাশে আফগানিস্তান

নিজেদের দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়েছে আফগানিস্তান। গতকাল সোমবার ভারতের দেরাদুনে সিরিজের একমাত্র টেস্টে তারা ৭ উইকেটে হারায় আয়ারল্যান্ডকে। এই ম্যাচ জিতে দারুণ একটি কীর্তি গড়েছে আফগানিস্তান, তারা ইংল্যান্ড ও পাকিস্তানের পাশে নাম লিখেয়েছে।এর আগে টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছিল কেবল ইংল্যান্ড ও পাকিস্তান। ১৮৭৭ সালে মেলবোর্নে নিজেদের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার উইকেটে জিতেছিল ইংল্যান্ড। আর ১৯৭৪ সালে নিজেদের দ্বিতীয় টেস্টে নটিংহামে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে লংগার ভার্সনে প্রথম জয় পায় পাকিস্তান।

টেস্টে প্রথম জয় পেয়ে আরো একটি রেকর্ড গড়েছে আফগানিস্তান। টেস্ট অভিষেকের এক বছরের মধ্যে প্রথম জয় তুলে নেয় তারা। গেল বছর ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলেছিল আফগানিস্তান। টেস্ট অভিষেকের এক বছরের মধ্যে প্রথম ম্যাচ জয় পাওয়া দল আফগানরা। তবে যে বছর টেস্ট অভিষেক হয়, সে বছরই ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান।আর বাংলাদেশ অভিষেকের পাঁচ বছর পর প্রথম টেস্ট জিতেছিল। ২০০৫ সালের ১০ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানের দারুণ জয় পেয়েছিল হাবিবুল বাশারের নেতৃত্বে দল। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৪৮৮ রানে। জবাবে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ৩১২ রান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২০৪ রান করলে প্রতিপক্ষের সামনে ৩৮১ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়। কিন্তু জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৪ রান করলে বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *