Home » বাণিজ্য মেলার ৪র্থ দিনে র‌্যাফেল ‘ড্র’ এর বিজয়ী যারা

বাণিজ্য মেলার ৪র্থ দিনে র‌্যাফেল ‘ড্র’ এর বিজয়ী যারা

সিলেটে ৫ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৪র্থ দিনের র‌্যাফেল ‘ড্র’ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে দশটায় এ ‘ড্র’ অনুষ্ঠিত হয়। মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের প্রবেশ টিকেটের উপর প্রতিদিই এ ‘ড্র’ হয়। ৪র্থ দিনে স্বর্ণের চেইন, কানের দুল, ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রোওভেন সহ ছিল ২৭টি আর্কষনীয় পুরস্কার।
৪র্থ দিনের ‘ড্র’তে বিজয়ীরা হলেন ১ম খ-৭২৩৫, ২য় ক-২৮৬১৯, ৩য় গ-২৩৩২৪, ৪র্থ ঙ-১১১১৭, ৫ম ঙ-১৭৪, ৬ষ্ঠ ঘ-৩৮৯১, ৭ম ক- ১৯৯৫৬, ৮ম ঘ-৩৬১৫, ৯ম খ-১৭৬৯৭, ১০ম ক-২৮৮৩৮, গ- ২৪৯৪১, ঙ-১৬৪২, ক-২৮৭৮১, খ-১৭৭৯৮, খ-২৭৮০৪, ঙ-১৩৭, ঙ-৪০৪, খ-৬৬৩৬, গ-৪৮৪৩, ঘ-২২২১৪, গ-২৪২১১, খ-২৭৭৭৮, ক-৯৭২২, ঙ-১১১৭৫, খ-১৭৬৯২, গ-১৪৫৭৬, খ-১৭৭৩০।
র‌্যাফেল ‘ড্র’ এর সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সদস্য ও মেলা কমিটির প্রধান সমন্বয়ক এম এ মঈন খান বাবলু, মেট্রোপলিটন চেম্বারের সচিব মো. জাহাঙ্গীর হোসেন।
নগরীর শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপী মেলা আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি। মেলায় প্রবেশ টিকেটের মূল্য রাখা হয়েছে ২০ টাকা আর টিকেটের উপর রয়েছে প্রতিদিনই র‌্যাফেল ‘ড্র’।
উল্লেখ্য: মেলায় র‌্যাফেল ‘ড্র’ তে বিজয়ীরা তাদের পুরস্কার মেলার অফিস চলাকালীন সময়ে অফিস থেকে সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *