রাঙামাটিতে ভোট শেষে ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তদের ব্রাশফায়ারে এক নির্বাচনি কর্মকর্তাসহ চার জন নিহত হয়েছেন। অপর তিনজন আনসার সদস্য। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। সাজেক ইউনিয়নের একটি কেন্দ্র থেকে তারা বাঘাইছড়ি উপজেলা সদরে চাঁদের গাড়িতে করে ফিরছিলেন।
আজ সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে বাঘাইছড়ির নয় মাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।বাঘাইছড়ির থানার ওসি এমএম মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে আজ রাঙ্গামাটির সাতটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়। এরমধ্যে বাঘাইছড়ি উপজেলাও রয়েছে।এ হামলার দায়িত্ব এখনও স্বীকার করেনি কেউ। প্রশাসনও এখন পর্যন্ত দুর্বৃত্তদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।