Home » বঙ্গবন্ধুর জন্মদিনে গান

বঙ্গবন্ধুর জন্মদিনে গান

তিনি টুঙ্গিপাড়ার খোকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মধুমতি, বাইগার নদীতে সাঁতার কেটে, কেটেছে যার দুরন্ত শৈশব। সময়ের পরিক্রমায় এই খোকাই একদিন হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। জাতির পিতা। বাংলার স্থপতি। ১৯২০ সালের ১৭ই মার্চ জন্ম নেয়া খোকার, বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে রয়েছে অদম্য ত্যাগ, অকুতোভয় নেতৃত্ব আর গভীর দেশপ্রেম। বঙ্গবন্ধুর শততম জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
তার জন্মদিনে  শ্রদ্ধা ও সম্মান জানিয়ে প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে তাকে নিয়ে নতুন একটি গান। গানের শিরোনাম ‘বাংলার স্থপতি’। গানটি গেয়েছেন দিনাত জাহান মুন্নী। কবির বকুলের কথায় এটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটির ভিডিও পরিচালনা করেছেন মাসুদুল হক। এটির দৃশ্যায়নে বঙ্গবন্ধুর ছবি ও আর্কাইভ ফুটেজের পাশাপাশি আছেন দিনাত জাহান মুন্নী। গান প্রসঙ্গে  তিনি বলেন, আমি নিজেকে ধন্য মনে করছি বঙ্গবন্ধুকে গানে গানে শ্রদ্ধা আর সম্মান জানাতে পেরে। আশা করছি গানটি ভালো লাগবে সবার। উল্লেখ্য, ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে গতকাল প্রকাশ হয় ‘বাংলার স্থপতি’ গানটির ভিডিও।  

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *