নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্দেহভাজন হামলাকারী ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্ট একজন কট্টর শেতাঙ্গ বর্ণবাদী। অস্ট্রেলিয়ান এই নাগরিককে রিমান্ডে দিয়েছেন নিউজিল্যান্ডের আদালত। আগামী ৫ এপ্রিল পর্যন্ত তাকে রিমান্ডে রাখা হবে।এর আগে শনিবার হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে ট্যারেন্টকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলছেন, এ ঘটনায় দেশের অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে।উল্লেখ্য, শুক্রবার ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। ৪১ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং ৭ জন মারা গেছেন লিনউড মসজিদের ঘটনায়। আরেকজন হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় মারা যান। নিহতদের মধ্যে অন্তত ৩ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। আরও কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি