ইস্ট এন্ড ট্রেনিং ইউকের উদ্যোগে “হিজামাহ্: সুন্নাহ চিকিৎসা পদ্ধতি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ক্যামব্রিজ গ্রামার স্কুলের প্রিন্সিপাল আব্দুস শহীদের সভাপতিত্বে ও আহমদ সাদিক আব্দুল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বারডেম হসপিটালের ডিপার্টমেন্ট অব ইমিউনোলজি সিনিয়র রিসার্চ অফিসার ড. মো. সোহরাব আলম এমএসসি, পিএইচডি।
বক্তব্য রাখেন, বুরহান উদ্দিন মাদ্রাসার মুহতামিম নাসির উদ্দিন।
সভায় বক্তারা বলেন, হিজামাহ একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এর মাধ্যমে অনেক রোগের চিকিৎসা করানো সম্ভব। সভায় কুরআন ও সুন্নাহর আলোকে হিজামাহর পরিচয় ও গুরুত্ব তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক