Home » সিলেটে অনুকূলচন্দ্রের ১৩১তম জন্মমহোৎসব শুরু

সিলেটে অনুকূলচন্দ্রের ১৩১তম জন্মমহোৎসব শুরু

সিলেটে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩১তম জন্মমহোৎসবের আয়োজন করা হয়েছে। সিলেট নগরীর করেরপাড়াস্থ শ্রীহট্ট সৎসঙ্গ বিহার সংলগ্ন সৎসঙ্গ পল্লীতে জন্মমহোৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে, ৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১ মিনিটে সন্ধ্যাকালীন সমবেত বিনতী প্রার্থনা, নামজপ ও সদ্গ্রন্থাদিপাঠ। সন্ধ্যা ৭টা ১ মিনিটে ধামাইল গীত। রাত ৮টা ১ মিনিটে তুমুল কীর্ত্তন ও রাত ৯টা ১ মিনিটে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

৮ মার্চ শুক্রবার ভোর ৪ টা ৩১ মিনিটে নহবৎ, ভোর ৫টা ১ মিনিটে ঊষা কীর্ত্তন, ভোর ৫টা ৫৯ মিনিটে সমবেত বিনতী প্রার্থনা, নামজপ ও অমিয় গ্রন্থাদিপাঠ, সকাল ৭ টা ১ মিনিটে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, সকাল ৮টা ১ মিনিটে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান। সকাল ৯টা ১ মিনিটে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা, সকাল ১১টা ১ মিনিটে যুব সম্মেলন, সকাল ১১টা ৩১ মিনিটে মাতৃসম্মেলন, বিষয়-‘সুপ্রজননে-নারী ও পুরুষের বৈশিষ্ঠ্য’। 

সকাল ১১ টা ৩১ মিনিটে বিনামূল্যে এ্যালোপ্যাথিক ও হোমিও চিকিৎসা প্রদান এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, দুপুর ১টা ১ মিনিটে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, দুপুর ১টা ১ মিনিটে সর্বস্তরের ভক্ত ও অনুরাগীবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩ টা ১ মিনিটে ধর্মসভা, বিষয়-‘ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের দিব্যজীবন ও আচার্য্য পরম্পরা’। সন্ধ্যা ৬টা ১ মিনিটে সন্ধ্যাকালীন সমবেত বিনতী প্রার্থনা, নামজপ ও সদ্গ্রন্থাদিপাঠ, সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তৎপর পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে উৎসবের সমাপ্তি। 

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩১তম সিলেট বিভাগীয় জন্মমহোৎসবে সর্বস্তরের জনগণকে স্বত:স্ফুর্ত ভাবে উপস্থিত থাকার জন্য উদ্যাপন পরিষদের সভাপতি দূর্গেশ রঞ্জন দত্ত ও সাধারণ সম্পাদক অলক কান্তি দত্ত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *