সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম বলেছেন, ১৯৬৫ সালে আমার পিতা মরহুম শওকত আলী খাদিমপাড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাঁর সময়ে এ ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে। আপনাদের ভালোবাসা স্বরূপ ২০০৫ সালেও আমি এ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হই। আমি মানুষের কল্যাণের জন্য কাজ করি। অতীতে সিলেট সদর উপজেলাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং আগামি দিনেও থাকবো। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলাবাসী যদি আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে বিগত দিনের মতো উপজেলাবাসীর পাশে থেকে গোটা সিলেট সদর উপজেলা আমার কর্মক্ষেত্র ভেবে আপনাদের কল্যাণে কাজ করে যাবো। তিনি বলেন, মানুষ কথায় নয় বরং ভালো কাজে বিশ্বাসী। আপনাদের সমর্থন ও ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে ভালো কাজের মাধ্যমেই তার প্রমাণ দেবো ইনশাআল্লাহ।
তিনি ৬ মার্চ বুধবার সকালে খাদিমপাড়া ইউনিয়নের শাহপরান বিসিক এলাকার বিভিন্ন ফ্যাক্টরির কর্মকর্তা ও কর্মচারীদের সাথে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, কালা মিয়া, জলিল মিয়া, গৌছ উদ্দিন পাকি মেম্বার, তাজুল ইসলাম, সোহেল আহমদ, মঞ্জুর আলম, মাসুক মিয়া, শাহ আলহ, হিমল আহমদ, মন্নান আহমদ সহ এলাকার যুবসমাাজের ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক