ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরত দিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন সাবেক ক্রিকেটার ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতীয় এই পাইলটকে মুক্তি দেয়াকে শান্তির নিদর্শন হিসেবে দেখছেন পাকিস্তানিরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এমন কর্মে নোবেল পুরস্কারের দাবি উঠেছে দেশটিতে। ইমরান খানের প্রশংসা করে পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন, ‘আপনি ক্ষমতায় আসার পর থেকে দেশ সঠিক পথে এগুচ্ছে। আপনার অধীনে দেশের মানুষ নিরাপদ অনুভব করছে। আপনার নোবেল পুরস্কারের দরকার নেই। আমাদের চোখে আপনি নোবেল পুরস্কার পেয়ে গেছেন।’ এর আগে নোবেল পুরস্কার নিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান টুইট বার্তায় বলেন, ‘নোবেল পাওয়ার মতো আমি কিছুই করিনি। আমি নোবেল পাওয়ার যোগ্য নই।যে কাশ্মীর ইস্যুতে দুই দেশের বিবাদ মিটিয়ে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, নোবেল তারই যোগ্য। ভারত পাকিস্তানের মধ্যে চলা সাম্প্রতিক উত্তেজনা প্রশমন করায় ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ইমরান খানের নাম প্রস্তাবের দাবি জানিয়েছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো। গত ১৪ই ফেব্রুয়ারি ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় বোমা হামলার ৪০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ান নিহত হয়। এরপর ভারত পাকিস্তানে সীমানা পেরিয়ে বিমান অভিযান চালায়। অভিযানে ভারতের বিমান বিধ্বস্ত হলে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানি সেনারা। পরে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের আদেশে অভিনন্দনকে ভারতে ফেরত দেয়া হয়।মানবজমিন
প্রতিনিধি