Home » খালেদা জিয়াকে শিগগিরই বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শিগগিরই বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল তাদের দলের চেয়ারপারসনের সুচিকিৎসার দাবি নিয়ে সাক্ষাৎ করে। এরপর সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। জেল কোড অনুযায়ী তার সব ধরনের চিকিৎসা দেওয়া হবে।

তিনি জানান, তাদের নেত্রীর সুচিকিৎসার দাবি জানিয়ে একটি চিঠি তার কাছে হস্তান্তর করেছে বিএনপির প্রতিনিধি দল। চিঠিতে সুচিকিৎসার দাবি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন যখন অন্তরীণ হলেন, তখন থেকেই জেল কোড অনুযায়ী চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন নারী ডাক্তার (এফসিপিএস) এক দিন পর তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন।

মন্ত্রী আরও বলেন, কারান্তরীণ খালেদা জিয়াকে শুরুতেই নারী অ্যাটেনডেন্স দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বঙ্গবন্ধু হাপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে তাকে রিলিজ করা হলে পুনরায় কারাগারে আনা হয়। কোর্টের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার সব প্রকার খোঁজ খবর রাখছেন ও ব্যবস্থা নিচ্ছেন।

তিনি আরও বলেন, ইউনাইটেড হাপাসালে পাঠানোর কথা বলেছিলেন বিএনপির নেতারা। কিন্তু উচ্চ আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ও জেল কাড মোতাবেক তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্ত্রী কামাল জানান, খালেদা জিয়া কতখানি অসুস্থ, কত তাড়াতাড়ি পরীক্ষা করাতে হবে সে বিষয়ে বোর্ড পরামর্শ দেবে। তবে কিছুকিছু পরীক্ষা-নিরীক্ষা রয়েছে, যা কাগারে করা সম্ভব নয়। এজন্য বঙ্গবন্ধু মেডিকেলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে এবং তার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলেন। তিনি তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলেছেন যে, তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন।

বেলা আড়াইটা থেকে ৩৫ মিনিট মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর সর্বশেষ মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে ২৭ মার্চ ও ২৩ এপ্রিল দুই দফা স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ হয়।

খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। প্রায় এক মাস চিকিৎসা শেষে আবার তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *