ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা প্রসঙ্গে বলেছেন, ভারতে কোনোরকম নাশকতার চেষ্টা করে পার পাবে না সন্ত্রাসবাদীরা। পাতালে লুকিয়ে থাকলেও তাদের খুঁজে বের করব। দরকার হলে গর্ত থেকে বের করে জঙ্গিদের মারবে ভারত।গতকাল সোমবার দেশটির গুজরাট রাজ্যের আমেদাবাদের জামনগরে এক জনসভায় এ হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদি।মোদি বলেন, ‘আমি দীর্ঘদিন অপেক্ষা করতে পারি না। বেছে বেছে হিসাব নিতে আমি খুব ভালো জানি। এবার ঘরে ঢুকে মারব। ভারতে জঙ্গি হামলার পেছনে যারা আছে, তারা যদি পাতালেও লুকিয়ে থাকে, তাদের খুঁজে বের করব। দরকার হলে গর্ত থেকে বের করে জঙ্গিদের মারবে ভারত।’সন্ত্রাসবাদের বাড়বাড়ন্তের জন্য ভারতের গত ইউপিএ সরকারকে কাঠগড়ায় তুলে বিজেপি সরকারের প্রধানমন্ত্রী বলেন, ‘২৬/১১ (মুম্বাই জঙ্গি হামলা) হামলার পর কেন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? ২০০৮ সালে আমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণের পরেও কেন জঙ্গিরা ছাড় পেল?’জাতীয় কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে জঙ্গি দমনে ব্যর্থ উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, ‘গত ৪০ বছর ভারতের বুকে জঙ্গিরা মানুষকে গুলিবিদ্ধ করে চলেছে। কিন্তু যারা শুধু ভোটের রাজনীতি নিয়ে অন্ধ হয়ে আছে, তারা সেদিকে ফিরে পর্যন্ত দেখেনি। আমি ক্ষমতা বা আসনের পরোয়া করি না। আমি চাই, ভারতের মানুষের সুরক্ষা।’চলমান পাক-ভারত উত্তেজনায় বিরোধীদলীয় নেতাদের ভূমিকা ও বক্তব্যের সমালোচনা করে মোদি বলেন, ‘ভারতের বিরোধী নেতারা যেসব বয়ান দেন, তা পাকিস্তানি সংবাদমাধ্যমের হেডলাইনে পরিণত হয়। দেশের মঙ্গলের দিক থেকে এটা কি সঠিক? দুর্নীতি হোক বা সন্ত্রাসবাদ, যে ক্ষেত্রের লড়াই-ই হোক না কেন, আমাদের নীতি ও নিয়ম দুই দেশই দেখতে পায়।’ভারতের হাতে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান থাকলে পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় বিমান হামলা পুরোপুরি সফল হতো উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের হাতে রাফাল থাকলে ভারতের কোনো বিমানকে ওরা নামাতে পারত না। আর ওদের কোনো বিমানও ভারত থেকে ফিরতে পারত না।’
প্রতিনিধি