Home » মানুষ মানুষের জন্য রক্তদানে ছুটে চলা অদম্য প্রতিবন্ধী যুবক আসিফ

মানুষ মানুষের জন্য রক্তদানে ছুটে চলা অদম্য প্রতিবন্ধী যুবক আসিফ

ছেলেটির নাম আসিফ আহমেদ। জন্ম ১৯৯৯ সালে ময়মনসিংহে। ওরা ২ ভাই ১ বোন। আসিফ পড়াশোনা করেছেন এইচএসসি পর্যন্ত। কিছুদিন ফ্রিল্যান্সারের কাজও করেছেন তিনি। কিন্তু হাতে সমস্যা থাকার কারণে এখন আর করতে পারে না। ছেলেটি আপনার-আমার মত স্বাভাবিক নয়, সে শারীরিকভাবে একটু দুর্বল, কিন্তু অন্য যেকোন দিক থেকে সে অনেক সবল। আমরা অনেকেই হয়তো তার মত এমন উচ্চতায় যেতে পারিনি। তার শারীরিক প্রতিবন্ধকতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। আসিফ অকাতরে অসহায় মানুষদের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। বাহ্যিকভাবে যেটাকে আমরা দুর্বলতা বলি আসিফ সেটাকে তার শক্তিতে রূপান্তরিত করেছেন। মানবতার অপর নাম আসিফ আহমেদ। খুব অল্প বয়সে তিনি অর্জন করেছে অনেক বড় সাফল্য। তিনি মানুষকে রক্তদানে উৎসাহিত করেছেন, হাজারো দুঃস্থ। অসুস্থ মানুষকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে দিয়ে তাদের জীবন বাঁচাতে সাহায্য করেছে।

বর্তমানে ৪ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত রয়েছেন আসিফ। ৩ বছর যাবত এই সংগঠনগুলোর সাথে কাজ করে যাচ্ছে। রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ, রক্তদানে আমরা ময়মনসিংহ, স্বেচ্ছায় রক্তদান ব্লাড ফাউন্ডেশন, জীবনের জন্য রক্তদান। আসিফ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে অসহায় অসুস্থ মানুষগুলোকে সুস্থ করে তুলতে। তিনি বয়সে এত ছোট হয়েও কত বড় মহৎ উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। তাহলে আসুন না আপনি, আমি, আমরা সবাই ওর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং নিজেরাও শামিল হই। প্রতি ৪ মাস পর পর রক্ত দান করে মানবতার সেবায় এগিয়ে আসি। আমরা শপথ করি আর একটি মানুষকেও রক্তের অভাবে মরতে দেব না। মানবতার সেবাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। চলুন আসিফের পাশে দাড়িয়ে এক নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *